Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অচিরেই শেষ হচ্ছে ‘ফিরকি’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

কুড়িয়ে পাওয়া কন্যাকে মানুষ করতে এক তৃতীয় লিঙ্গের মায়ের প্রাণান্ত সংগ্রাম নিয়ে জি বাংলার ধারাবাহিক ‘ফিরকি’ অচিরেই শেষ হচ্ছে। সূত্র জানিয়েছে, এরই মধ্যে ভিন্নধর্মী সিরিয়ালটির শিল্পী কুশলীদের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। ধারাবাহিকটিতে প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করছেন- আর্যা দাশগুপ্ত, সম্প্রীতি পোদ্দার এবং সায়ন মুখার্জি। প্রোমো দেখান শুরু থেকেই ‘ফিরকি’ বেশ আলোড়ন সৃষ্টি করে ব্যতিক্রমী কাহিনীর জন্য। আর্যা এতে ল²ীর ভূমিকায় অভিনয় করছেন; লক্ষ্মী নবজাতক ফিরকিকে কুড়িয়ে পায়। একজন হিজড়া হিসেবে সামাজিক অনেক বাধার মোকাবেলা করে সে ফিরকিকে বড় করে তোলে। মাহি সিং শিশু ফিরকির ভূমিকায় অভিনয় করেছে। লকডাউনের পর তার স্থলাভিষিক্ত হয় অদ্রিজা মুখার্জি । পরে তরুণী ফিরকির ভূমিকায় অভিনয় শুরু করেন সম্প্রীতি। ফিরকি বড় হয়ে তার শৈশবের বন্ধুর প্রেমে পড়ে এবং তাকে বিয়ে করে। এতে তার স্বামীর পরিবারের সঙ্গে তার এবং তার মা লক্ষ্মীর বিরোধ সৃষ্টি হয়। জানা গেছে, তৃতীয় লিঙ্গ বিষয়বস্তু সিরিয়ালটির কাহিনী হওয়াতে চ্যানেল অস্বস্তিতে ভুগছিল। টিআরপি জরিপ থেকে জানা গেছে অনেক দর্শকও ‘ফিরকি’ শুরু হলে চ্যানেল বদলে অন্য অনুষ্ঠানে চলে যেত। ধারাবাহিকটিতে তৃতীয় লিঙ্গের চরিত্র ছাড়াও একাধিক তৃতীয় লিঙ্গের শিল্পী অভিনয়ও করেছেন। ‘ফিরকি’ ছাড়া বাংলা ধারাবাহিক ‘কোড়া পাখি’ এবং ‘কে আপন কে পর’ও শেষ হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিরকি

২৯ ডিসেম্বর, ২০২০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ