Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাম্পাসের বাসা থেকে চবি কর্মচারীর লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২০, ১০:০৭ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসের একটি বাসা থেকে মোহাম্মদ সালাউদ্দিন নামে এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।


রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসের কর্মচারী ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের দ্বিতীয় তলার বাসার দরজা ভেঙে ওই পিয়নের লাশ উদ্ধার করা হয়।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।

হাটহাজারী থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার পিয়ন সালাউদ্দিনের স্ত্রী বেড়াতে যান। এ সময় তিনি বাসায় একা ছিলেন। রোববার সারাদিন মোবাইল ফোনে তার স্ত্রী যোগাযোগ করে না পেয়ে প্রতিবেশীদের জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ