Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাসানচরে যাচ্ছে আরো এক হাজার রোহিঙ্গা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

গণহত্যা ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া আরো এক হাজার রোহিঙ্গা শরণার্থীকে নেয়া হচ্ছে বিচ্ছিন্ন দ্বীপ ভাসানচরে। চলতি সাপ্তাহেই মধ্যেই তাদের ভাসানচরে স্থানান্তর করা হবে। সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই তথ্য। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার থেকে আসা মুসলিম রোহিঙ্গাদের আরো এক হাজারজনকে চলতি মাসে ভাসানচরে নেয়া হবে। এর আগে ডিসেম্বরের শুরুতে ১৬০০ রোহিঙ্গাকে সেখানে স্থানান্তরিত করা হয়। মানবাধিকার সংস্থার উদ্বেগ উপেক্ষা করেই এই স্থানান্তর প্রক্রিয়া চালানো হচ্ছে বলেও দাবি করে রয়টার্স।

এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, দ্বিতীয় ব্যাচে রোহিঙ্গাদের প্রথমে চট্টগ্রামে নেয়া হবে, সেখান থেকে জোয়ারের ওপর নির্ভর করে ভাসানচরে পৌঁছানো হবে। বিষয়টি প্রকাশ্যে না আসায় নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেন ওই কর্মকর্তা।

শরণার্থীদের দায়িত্বে থাকা বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা মোহাম্মদ শামসুদ দোজা জানান, স্থানান্তর করা হবে স্বেচ্ছায়। ইচ্ছার বিরুদ্ধে কাউকে পাঠানো হবে না।
এর আগে জাতিসংঘ জানিয়েছে, বঙ্গোপসাগরের বন্যার ঝুঁকিপূর্ণ দ্বীপ ভাসানচরের প্রযুক্তিগত ও সুরক্ষা মূল্যায়ন করার অনুমতি দেয়া হয়নি এবং সেখানে শরণার্থীদের স্থানান্তরে তারা জড়িত নয়। তবে বাংলাদেশ সরকার বলেছে, কেবল যারা যেতে ইচ্ছুক তাদেরকেই ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। এই পদক্ষেপের ফলে এক মিলিয়নের বেশি রোহিঙ্গা শরণার্থী শিবিরে দীর্ঘস্থায়ী ভিড় কমবে।

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন এই মাসের শুরুতে বলেছেন, ভাসানচরের মূল্যায়ন করার আগে মিয়ানমারের রাখাইন রাজ্যের শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য পরিবেশ কতটা অনুকূল ছিল তা জাতিসংঘের প্রথমে মূল্যায়ন ও যাচাই করা উচিত।

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। রোহিঙ্গারা মিয়ানমারে সহিংসতার মধ্যে ফিরে যেতে ভয় পাচ্ছেন। ##



 

Show all comments
  • বুলবুল আহমেদ ২৮ ডিসেম্বর, ২০২০, ২:১৭ এএম says : 0
    রোহিঙ্গাদের সকল অাধুনিক সুযোগ সুবিধা দিচ্ছেন অথচ নিজের দেশের হাজার পথশিশু অনাহারে ভোগছে। তাদের জন্য কি কোনো ব্যবস্থা রাখছেন.?
    Total Reply(0) Reply
  • জুয়েল ২৮ ডিসেম্বর, ২০২০, ২:১৯ এএম says : 0
    রোহিঙ্গাদের থাকার জন্য ভালো ব্যবস্থা করার পাশাপাশি তাদের ফেরত পাঠানোর দিকে বেশি গুরুত্ব দেয়া দরকার।
    Total Reply(0) Reply
  • Mk Nazmul ২৮ ডিসেম্বর, ২০২০, ২:২১ এএম says : 0
    স্থায়ী ভাবে থাকার ব্যবস্থা করছে,,,,, যেটা ঠিক নয়।
    Total Reply(0) Reply
  • Tanvir Ahmed ২৮ ডিসেম্বর, ২০২০, ২:২৩ এএম says : 0
    বিভ্রান্তিকর কথা বলা ঠিক নয়।রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক।জাতিসঙ্ঘ ঘোষিত শরনার্থি।পরিস্হিতি ভালো হলে তারা মিয়ানমার চলে যাবে।ভাসানচরে সাময়িক পুনর্বাসন সরকারের দুরদর্শি চিন্তার বহিপ্রকাশ।
    Total Reply(0) Reply
  • Sathi Kabir ২৮ ডিসেম্বর, ২০২০, ২:২৪ এএম says : 0
    বহু দিন যাবত রোহিঙ্গারা দুঃখ কষ্টের মধ্যে ছিল। মায়ানমারের সেনাবাহিনী নির্মম নিষ্ঠুর,পৈশাচিক, গণহত্যাযজ্ঞ,ধর্ষণ, বাড়িঘর জালাও- পোড়াও করেছে। অবশেষে আল্লাহ হয়তো তাদের শান্তি দিতে যাচ্ছে।
    Total Reply(0) Reply
  • আলহাজ্ব হুমায়ূন কবির হিমেল ২৮ ডিসেম্বর, ২০২০, ২:২৫ এএম says : 0
    নোয়াখালীর মানুষ চেয়েছে বিভাগ, পেয়েছে রোহিঙ্গা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ