Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের সঙ্গে ড্র করলো শেখ জামাল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ৮:৪০ পিএম

ওয়ালটন ফেডারেশন কাপে বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রোববার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে দু’বার এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ পুলিশ এফসি। পুলিশের পক্ষে মো. স্বাধীন এক গোল করলেও আরেকটি হয় আত্মঘাতি গোল (শেখ জামালের ডিফেন্ডার আরিফুল ইসলাম)। শেখ জামালের হয়ে গাম্বিয়ান ওমর জোবেক ও সলোমন কিং একটি করে গোল করেন। এই ড্র’তে লাভ হলো শেখ জামালের। তারা গ্রুপের শেষ ম্যাচে শেখ রাসেলের সঙ্গে ড্র করলেই কোয়ার্টার ফাইনালে চলে যাবে।

এদিন ম্যাচের শুরু থেকেই শেখ জামালকে চাপে রেখে খেলতে থাকে পুলিশ। যার ফল তারা পেয়ে যায় ১০ মিনিটেই। সতীর্থের কাছ থেকে বল পেয়ে বক্সের মধ্যে অরক্ষিত থাকা মো. স্বাধীন ঠান্ডা মাথায় গোল করে পুলিশকে এগিয়ে নেন (১-০)। পিছিয়ে থেকে বিরতিতে গেলে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে শেখ জামাল। ৫১ মিনিটে গাম্বিয়ার ফরোয়ার্ড সলোমন কিংয়ের পাস থেকে বল নিয় গোলে পরিণত করেন আরেক গাম্বিয়ান ওমর জোবেক (১-১)। ৭৭ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন শেখ জামালের ডিফেন্ডার আরিফুল ইসলাম (২-১)। এগিয়ে যায় পুলিশ। কিন্তু মিনিট খানেক পরে শেখ জামালের সলোমন কিং গোল করলে ফের সমতায় ফেরে ম্যাচ (২-২)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ