Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউইয়র্কে বিএসপির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ৩:৫৮ পিএম

নিউইয়র্কে প্রতিষ্ঠিত বাংলাদেশী কর্পোরেট পেশাজীবীদের সংগঠন বাংলাদেশী-আমেরিকান সোসাইটি অফ প্রফেশনালস (বিএসপি) সম্প্রতি বার্ষিক সম্মেলনের আয়োজন করে। কোভিড-১৯ অতিমারীর জন্যে এইবারের সম্মেলনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রতিপাদ্য ছিল অতিমারী পরবর্তী বিশ্ব পরিস্থিতিতে কিভাবে সহনশীলতার সাথে নিজস্ব অবস্থান তৈরি করা যায়।ওয়াসেফ চৌধুরীর পরিচালনায় প্রথম বক্তা ডাঃ মরিয়ম ভূঁইয়া হাসপাতালে কোভিড-১৯ রুগীদের সেবা প্রদান করার অভিজ্ঞতা বর্ণনা করেন। পরবর্তী বক্তা মোহাম্মদ মাহদী উজ্জামান তরুণ প্রজন্মকে এই অতিমারীর সময় নতুন কিছু শেখার জন্য উৎসাহিত করেন। অনুষ্ঠানের শেষ বক্তা বাবর খন্দকার কর্পোরেট সেক্টরে সফল হওয়ার বিভিন্ন নির্দেশনা দেন। কোভিড-১৯ অতিমারীর সময়ে বাংলাদেশী কমিউনিটিতে অসামান্য অবদান রাখার জন্য হাবিব রহমানকে ২০২০ বিএসপি লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিএসপির প্রেসিডেন্ট ইমতিয়াজ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মাহ্দী ভূইয়াঁ, এবং গতবারের বিএসপি লিডারশিপ অ্যাওয়ার্ড বিজয়ী শাহেদ ইসলাম। এছাড়াও ইভেন্টে অংশগ্রহণ করেন মিজানুর রহমান সিপিএ, মোহাম্মদ করিম সিপিএ, তাওহীদা চৌধুরী, আব্দুল মতিন, মোকাররম আহমেদ, নূর উদ্দিন, শিবলু আহমাদ, মাহমুদ শাহ, মোহাম্মদ জামান সহ আরো অনেকে।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ