Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলবর্জ পর্বতমালায় তুষারঝড়ে ১০ ইরানি পর্বতারোহীর মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ১০:১৭ এএম

রাজধানী তেহরান সংলগ্ন আলবর্জ পর্বতমালায় তুষারঝড়ে ইরানের ১০ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও সাত আরোহী।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি জানিয়েছে, ঘটনাস্থলেই নয় জনের মৃত্যু হয়। একজনকে উদ্ধার হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

দ্য গার্ডিয়ান জানাচ্ছে, শুক্রবার বেশ কয়েকজন আলবর্জ পর্বতমালায় আটকে পড়েছেন এমন খবর সামনে আসে। এরপরই রেড ক্রিসেন্ট সেখানে ২০টি উদ্ধারকারী দল পাঠায়।
প্রাথমিকভাবে ১৪ জন পর্বতারোহীকে উদ্ধার করে। তবে নিখোঁজ হন সাত আরোহী। এরপর রাতের কারণে উদ্ধার কাজ বন্ধ করে দিতে হয় তাদের। রোববার আবারও উদ্ধার তৎপরতা চালানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।


এই দুর্ঘটনার আগেই সেখানে সম্ভাব্য তুষারপাতের সতর্কতা জারি করা হয়। এছাড়াও অভিযোগ রয়েছে, আরোহীরা যে জিপিআরএস ব্যবহার করেন, তাতে সমস্যা দেখা দিয়েছিল।

রেড ক্রিসেন্টের এক সদস্য জানিয়েছে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ