Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

শ্রীবরদীতে মটর সাইকেল চাপায় বৃদ্ধ নিহত, আটক দুই

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২০, ৭:৫৫ পিএম

শেরপুরের শ্রীবরদীতে মটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। ২৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার পৌরশহরের পোড়াগর এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ বড়পোড়াগড় মহল্লার মৃত আ: রহিমের ছেলে আ: ওহাব (৬৫)। এ ঘটনায় মটর সাইকেল চালকসহ আরোহীকে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ।

আটককৃতরা হলো শ্রীবরদী উপজেলার চক্রপুর গ্রামের মজিবর রহমানের ছেলে রাসেল আহম্মেদ (২৮) ও জামালপুর সদর উপজেলার নান্দিনা বাদে চান্দি গ্রামের মোশারফ হোসেনের ছেলে মেহেদি হাসান (২২)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় আ: ওহাব বাড়ি থেকে পোড়াগড় বাজারে যাওয়ার সময় পিছন দিক থেকে ভায়াডাঙ্গা থেকে শ্রীবরদী গামী একটি মটর সাইকেল আ: ওহাবকে চাপা দিলে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আ: ওহাবকে উদ্ধার করে শ্রীবরদী হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মটর সাইকেল চাপায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ