রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেন বিশ্বাসকে গতকাল শনিবার সকালে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় চেয়ারম্যান কামাল বিশ্বাস দৌড়ে জীবনরক্ষা করতে পারলেও তার ভাই রুহুল বিশ্বাসকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত রুহুল বিশ্বাসকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গত শুক্রবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিডির চাল বিতরণকে কেন্দ্র করে নারী সদস্য পারুল বেগমের সাথে চেয়ারম্যান ও তার পিএস হাসানের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে পারুলের ছেলে রাজিব (২২) ও তার দলবল ওই ইউনিয়নের নয়ারহাট এলাকায় পিএস হাসানকে মারধর করে। এ খবর নগরেরহাট এলাকায় পৌঁছালে সেখানে পারুলের সমর্থক শাহজাদার সাথে চেয়ারম্যান সমর্থকদের ধাওয়া-পাল্টা ধায়ার ঘটনা ঘটে। চেয়ারম্যান কামাল বিশ্বাস অভিযোগ করেন, গতকাল শনিবার ভোরে নওমালা ইউনিয়নের নগরের হাট জামে মসজিদে ফজরের নামাজ শেষ করে ভাই রুহুল বিশ্বাসকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় গ্রামীণ ব্যাংকের কাছে পৌঁছলে বেল্লাল, মামুন, রফিক, আলামিন ও কামরুলের নেতৃত্বে ৮-১০ জন দুবৃর্ত্ত তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এক পর্যায় তিনি দৌড়ে আত্মরক্ষা করলেও দুর্বৃত্তরা তার চাচাতো ভাই রুহুল বিশ্বাসকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। এ ব্যাপারে বাউফল থানার ওসি আজম মাসুদুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।