Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিতর্কিত পশ্চিম-সাহারায় পূর্ণাঙ্গ কনস্যুলেট স্থাপন করছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২০, ৮:২৭ পিএম

বিতর্কিত পশ্চিম-সাহারায় যুক্তরাষ্ট্রের কনস্যুলেট স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে পম্পেও জানান, পূর্ণাঙ্গ কনস্যুলেট খোলা হচ্ছে ওয়েস্টার্ন সাহারাতে। এতে ওই অঞ্চলের আর্থ সামাজিক পরিস্থিতির বিপ্লব ঘটবে। তবে কনস্যুলেটের কার্যক্রম ভার্চুয়ালি হবে।
মার্কিন পররাষ্ট্র দফতরও জানিয়েছে, মরক্কোর রাজধানীতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকেই ওই কনস্যুলেটের কার্যক্রম চলবে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে মরক্কো কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের পরই বিতর্কিত অঞ্চলটিতে এই প্রস্তুতি শুরু করেছে ট্রাম্প প্রশাসন। চুক্তির শর্ত অনুযায়ী, ওই অঞ্চলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়েস্টার্ন সাহারার ওপর মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতি দিতে রাজি হন।
চুক্তি অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পাশাপাশি সরকারি পর্যায়ে যোগাযোগ আবার শুরু করবে মরক্কো। এতে আরও বলা হয়েছে, চুক্তির অংশ হিসেবে বিরোধপূর্ণ পশ্চিম সাহারার ওপর মরক্কোর সার্বভৌমত্বে রাজি হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প
হোয়াইট হাউসের জ্যেষ্ঠ পরামর্শক জেরাড কুশনার সাংবাদিকদের বলেছেন, ‘তারা রাবাত ও তেল আবিবে লিয়াজোঁ অফিস দ্রুত খুলে দিবে। এরপর দূতাবাস খোলার ব্যবস্থা নেওয়া হবে। ইসরায়েল ও মরক্কোর বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে কাজ করবে।’
বার্তায় আরও বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র মনে করে সংঘাত মেটাতে স্বাধীন সাহরাবি রাষ্ট্র কোনো বাস্তবসম্মত ভাবনা নয়। মরক্কোর অধীনে প্রকৃত স্বায়ত্তশাসন হতে পারে এর একমাত্র সম্ভাব্য সমাধান।’
যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের নিন্দা করেছে পশ্চিম সাহারার স্বাধীনতার জন্যে লড়াইরত সংগঠন পলিসারিও ফ্রন্ট। এক বার্তায় সংগঠনটি বলেছে, ‘(যুক্তরাষ্ট্রের) এমন ভূমিকা জাতিসংঘের নীতিমালার ঘোর বিরোধী। এটি এই অঞ্চলে সংঘাত দূর করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্ঠায় বাধা হয়ে দাঁড়াবে।’ সূত্র : রয়টার্স, এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ