নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ম্যানচেস্টার সিটির দুই ফুটবলারের কোভিড-১৯ পজিটিভ এসেছে। তারা হলেন গ্র্যাব্রিযাল জেসুস ও কাইল ওয়ালকার। এছাড়া আরও দু’জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন বলে ক্লাবটি জানিয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ বলছে, ‘এই চারজনই এখন থেকে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। প্রিমিয়ার লিগ এবং ইংল্যান্ড সরকারের নীতিমালা অনুযায়ী তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।’
নিউক্যাসলের বিপক্ষে ম্যানচেস্টার সিটির বক্সিং ডে গেমে এই দুই তারকাকে পাচ্ছে না ক্লাব। গত মঙ্গলবার আর্সেনালের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে ছিলেন এই দুই ফুটবলার। এর আগে ওয়ালকার চলতি বছরের এপ্রিল মাসে করোনা শিষ্টাচার ভেঙে বেড়িয়ে পড়েছিলেন।
১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের আটে থাকা পেপ গার্দিওলার দলটি শনিবার নিজেদের মাঠে খেলবে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। এক ম্যাচ বেশি খেলে তালিকার শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৩১।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।