Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে দেড় লাখ ইয়াবা উদ্ধার

কলেজছাত্রসহ ৩ জন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে এক লাখ ৪৬ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মাহমুদুল হক (২৩), মো. ইব্রাহিম (২৬) ও জাহেদ হোসাইন (২৫)। এদের মধ্যে মাহমুদুল হক বিবিএ ও জাহেদ হোসাইন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং ইব্রাহিম কৃষিকাজ করেন। 

গতকাল বৃহস্পতিবার নগরীর হালিশহর পুলিশ লাইন্সে আয়োজিত ব্রিফিংয়ে অভিযানের বিষয়টি জানান পুলিশ সুপার এসএম রশিদুল হক। তিনি বলেন, আনোয়ারা ও পটিয়া থানা পুলিশের যৌথ অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তারা বহনকারী হিসেবে টেকনাফ থেকে ইয়াবা নিয়ে আসছিলেন। তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ চালান পৌঁছে দিলে তারা তিন লাখ টাকা পেতো বলে জানিয়েছে। কার কাছে এসব চালান পৌঁছানোর কথা ছিল তা খুঁজে বের করা হবে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দীন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান। অ্যাম্বুলেন্সে ইয়াবা : নগরীর নিউমার্কেট মোড়ে বুধবার রাতে একটি অ্যাম্বুলেন্স থেকে ১০ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি। তারা হলেন- আবদুল কাদির খান (৪৮) ও মোঃ রিফাত হোসেন (১৯)। এ সময় অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ