বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহ বাস কোচ মালিক সমিতির মহাসচিবের গাড়ি শেরপুরের নবীনগর বাসস্ট্যান্ডে ড্রাইভার ও হেলপারকে লাঞ্চিত করার প্রতিবাদে ময়মনসিংহে শেরপুর থেকে ঢাকাগামী বাসগুলোকে আটকে দিয়ে শ্রমিকদের মারধর করে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে গত বুধবার রাত থেকে শেরপুর থেকে ঢাকাগামী সকল বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বাস-কোচ মালিকরা। এতে ঢাকাগামী যাত্রীরা পড়েছে বেকায়দায়।
চরম দুর্ভোগে আছে তারা। এ বিষয়ে গত বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে জেলা বাস-কোচ মালিক সমিতি। সমিতির সভাপতি ছানোয়ার হোসেন জানান, সরকারের কাছে আমাদের কোনো দাবি নাই। তবে বহিরাগত কিছু লোক আমাদের গাড়ি চলাচলে সমস্যার সৃষ্টি করছে। এ সমস্যার সমাধান হলেই আমরা গাড়ি চালাবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।