বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে অভিযান চালিয়ে আরএসএস ব্রিকস নামের একটি ইটভাটাকে দুই লাখ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে ভবিষ্যতের জন্য তাদের সর্তক করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কাটাখালী গ্রামে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট মাজহারুল ইসলাম চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন কোন প্রকার লাইসেন্স ছাড়া কাটাখালি এলাকায় আরএসএস ব্রিকস নামের একটি ইটভাটা পরিচালনা করে আসছিল। জ্বালানি কাজে ব্যবহৃত কাঠ ইটভাটায় পোড়ানো হয়। ইটভাটার কালো ধোঁয়ার কারণে পরিবেশের ব্যপক ক্ষতি হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যজিস্ট্রেট মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, অভিযানকালে ইটভাটার মালিক এটিএম সিরাজ উদ্দিনকে পাওয়া যায়নি। পরবর্তীতে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।