Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

সফল অগ্রযাত্রায় জেকে মজলিস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম

আরটিভি ফোক স্টেশনের সফল প্রথম সিজন শেষ করার পর এই মুহূর্তে দ্বিতীয় সিজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন কন্ঠশিল্পী সুরকার ও সংগীত পরিচালক জেকে মজলিস। ফোক স্টেশনে প্রথম সিজনে জেকের ফিচারিয়ংয়ে গান তৈরি হয়েছে ১৮০ টি। আর চলতি সিজনেও প্রথম লটে প্রচার হচ্ছে ৭৮ টি গান। পরের লটেও ৭৮ টি গান প্রচার হবে বলে জানান জেকে। এর মধ্যেই নতুন সাফল্যের খবর জানান দিলেন জেকে। ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০ এ আগের বছরের সেরা সংগীত পরিচালক (২০১৯) এর জন্য পুরষ্কার জিতেছেন জেকে। সুদীপ কুমার দীপের কথায় সানিয়া সুলতানা লিজার কন্ঠে ‘বারোটি মাসে’ গানের জন্য এই পুরষ্কার জেতেন জেকে। এছাড়াও জেকের কম্পোজ করা অনুরূপ আইচের কথায় ‘দোষ দিবো না’ গানের জন্য সেরা ফোক শিল্পীর পুরষ্কার জিতেছেন সায়রা রেজা। নিজের সাফল্য প্রসঙ্গে জেকে বলেন, ‘পুরষ্কার আসলে অণুপ্রাণিত করে। কাজের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। তাই ভালো কাজের ক্ষুধা আরো বেড়ে গেল।’ উল্লেখ্য নূর হোসেন হীরার প্রযোজনায় আরটিভিতে প্রতি শনিবার রাত ১১.৩০ টায় প্রচারিত হয় ফোক স্টেশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেকে-মজলিস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ