Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশ্যে টিকা নিতে প্রস্তুত টম হ্যাঙ্কস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম

হলিউড তারকা টম হ্যাঙ্কস জানিয়েছেন সাধারণ মানুষের ভীতি দূর করতে আর সবার মাঝে আস্থা ফেরাতে তিনি প্রকাশ্যে কোভিড-১৯ টিকা নিতে প্রস্তুত। ফক্স নিউজের উপস্থাপক সাভানা গাথরিকে তিনি জানান স্ত্রী রিটা উইলসনকে নিয়ে তিনি প্রকাশ্যে ভ্যাকসিন গ্রহণ করতে আগ্রহী। “যাদের আসলেও এই টিকা নেয়া প্রয়োজন তাদের অনেক পর আমরা তা নিতে চাই,” অস্কার বিজয়ী তারকা বলেন। টিকা নিরাপদ তা জনসমক্ষে প্রকাশের জন্য তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করতে চান কীনা, তিনি বলেন : “হ্যাঁ, অবশ্যই।” তিনি আরও বলেন, টিকা এসেছে তা সত্য তবে সবাইকে মাস্ক পরতে হবে সুরক্ষিত থাকর জন্য। “কোভিড-১৯-এর দ্বিতীয় প্রতিষেধক যা আমরা সবার মাঝে বিতরণ করছি না। তা হল- সামাজিক নিয়মগুলো মেনে চলে মাস্ক পরিধান অব্যাহত রাখা, তাতে আমরা যেমন আক্রান্ত হব না তেমনি অন্যকে আক্রান্ত করব না,” ‘ফরেস্ট গাম্প’ তারকা বলেন। মার্চের শুরুতে হ্যাঙ্কস এবং তার অভিনেত্রী-গায়িকা রিটা উইলসন অস্ট্রেলিয়াতে করোনাভাইরাস পজিটিভ সনাক্ত হন। সেরে উঠে তারা মার্চের শেষে লস অ্যাঞ্জেলেস ফেরেন। উইলসন-হ্যাঙ্কস প্রথম দিকের অন্যতম হলিউড তারকা যারা স্বীকার করেন তারা কোভিড-১৯ আক্রান্ত। তারা জানান প্রথম ১০ ২০ দিন তারা বেশ ভুগেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ