Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদের ইমামকে পিটিয়ে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম

জার্মানিতে একটি মসজিদের ইমামকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন জার্মানিতে পাকিস্তানের রাষ্ট্রদ‚ত ড. মোহাম্মদ ফয়সাল। নিহত ইমাম শহীদ নাওয়াজ পাকিস্তানি বংশোদ্ভ‚ত ছিলেন। ড. মোহাম্মদ ফয়সাল একটি টুইটার পোস্টে জানান, গত সোমবার এই হত্যাকান্ড সংঘটিত হয়। জার্মান পুলিশ ঘটনার বিষয়ে অনুসন্ধান করছে। হামলাকারীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। ২৬ বছর বয়সী ইমাম শহীদ নাওয়াজের জন্ম পাকিস্তানের গুজরাট শহরে। তিনি স্টুটগার্টের স্থানীয় একটি মসজিদের সহকারী ইমাম ছিলেন। স্টুটগার্ট পুলিশ জানায়, অজ্ঞাতনামা হামলাকারীরা নাওয়াজ ও তার স্ত্রীকে ধারালো ধাতব বস্তু দিয়ে জখম করে। ফিলস নদী পার হওয়ার সময় নাওয়াজ দম্পতি এই হামলার শিকার হন। পুলিশের বক্তব্য অনুসারে, জরুরি সাড়া দানকারীরা তাৎক্ষণিকভাবে ঘটাস্থলে উপস্থিত হন। নাওয়াজ ঘটনাস্থলেই মারা যান এবং স্ত্রীকে রাস্তায় অচেতন অবস্থায় পাওয়া যায়। স্ত্রীর অবস্থা এখনো আশঙ্কাজনক। হামলাকারীদের আটক করতে স্টুটগার্ট পুলিশ হেলিকপ্টার ব্যবহার করছে। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। ইসলামিক ইনফোরমেশন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদ

১৫ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ