Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে ৬০০ কোটি ডলার মূল্যমানের স্বর্ণখনির সন্ধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ৭:০৫ পিএম

তুরস্ক দেশের মধ্য-পশ্চিমাঞ্চলে একটি বড় সোনার খনি আবিষ্কার করেছে যার পরিমাণ আনুমানিক ৩৫ লাখ আউন্স (৯৯ টন)। এই খনি থেকে দেশটি প্রায় ৬০০ কোটি ডলার (৫০ হাজার ৮৮০ কোটি টাকা) আয় করতে পারবে বলে ধারণা বিশেষজ্ঞদের। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।

করোনা মহামারি ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার কারণে বর্তমানে আর্থিক সমস্যায় রয়েছে তুরস্ক। নতুন এই স্বর্ণখনি আবিষ্কার সঙ্কট মোকাবেলায় তুরস্কের প্রতি সৃষ্টিকর্তার রহমত বলেই মনে করা হচ্ছে। মধ্যপশ্চিম তুরস্কের সগুত শহরের কাছে খনিটির সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছেন, দি অ্যাগ্রিকালচারাল ক্রেডিট কোঅপারেশনস অব টার্কি এবং গুবরেতাশ ফার্টিলাইজার প্রডাকশন ফার্মের প্রধান ফখরুদ্দিন পয়রাজ। তিনি আনাদোলুকে বলেন, ‘আমরা প্রায় ৬ বিলিয়ন ডলার মূল্যের সম্পদ পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘দুই বছরের মধ্যে আমরা প্রথম স্বর্ণ উত্তোলন করবো এবং এর মূল্য তুর্কি অর্থনীতিতে যোগ করবো।’

এদিকে নতুন স্বর্ণখনি পাওয়ার খবরের পর তুরস্কের শেয়ারবাজার বোরসা ইস্তাম্বুলে গুবরেতাশ কোম্পানির শেয়ারমূল্য ১০ শতাংশের মতো বেড়ে গেছে। পয়রাজ জানান, ২০১৯ সালে আদালতের রায়ের মাধ্যমে অন্য একটি কোম্পানি থেকে গুবরেতাশ ফার্টিলাইজার এই জমির মালিকানা পায়। তারা নিজেরাই এই খনি থেকে স্বর্ণ উত্তোলনের ব্যবস্থা করবে। তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী ফাতিহ দোনমেজ গত সেপ্টেম্বরে জানান, তুরস্ক গত বছর ৩৮ টনের মতো স্বর্ণ উৎপাদনের রেকর্ড সৃষ্টি করেছে। চলতি বছরের অক্টোবর অবধি তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে ৫৯ লাখ আউন্স সোনা জমা ছিল। বর্তমানে কেবল চীন এবং রাশিয়ার কাছে তুরস্কের থেকে বেশি সোনা স্টক রয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ