Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নতজানু পররাষ্ট্র নীতির কারণে সীমান্তে হত্যাকাণ্ড বাড়ছে

মতবিনিময় সভায়-নেজামে ইসলাম পার্টি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ৫:২৯ পিএম

নতজানু পররাষ্ট্র নীতির কারণে সীমান্তে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বাংলাদেশি নাগরিক হত্যাকা- বাড়ছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। স্বাধীনতা ও বিজয়ের ৫০ বছরের দ্বার প্রান্তে দাঁড়িয়েও আমাদের সীমান্তে হত্যাকা- দেখতে হচ্ছে। যা একটি স্বাধীন দেশ ও জাতি হিসেবে অত্যন্ত লজ্জাজনক। অবিলম্বে সীমান্তে হত্যাকা- বন্ধ করতে হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হকের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কল্যাণ পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রফেসর এস এম নজরুল ইসলাম, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান অধ্যাপক মো.সিদ্দিকুর রহমান, মহাসচিব তালুকদার মো. মকবুল হোসেন, প্যান ইসলামিক মুভমেন্ট এর চেয়ারম্যান অ্যাডভোকেট মুস্তফা জামাল ভূঁইয়া, বাংলাদেশ আইডিয়াল পার্টির চেয়ারম্যান কে এম ইব্রাহিম খলিল, বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ডা. মো.মনির হোসেন চৌধুরী, বিশ্ব মুসলিম পরিষদের মহাসচিব মাওলানা মমিনুল ইসলাম পাটওয়ারী, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের মহাসচিব মাওলানা কবির আহমদ আড়াইহাজারী ও নেজামে ইসলাম পার্টির নেতা শেখ আমির হোসেন হিরা।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ বন্ধ, সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা চালু, স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে অযোগ্য নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। এছাড়া ইসলাম বিদ্বেষীদের অপতৎপরতা বন্ধ এবং রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলেও নেতৃবৃন্দ উল্লেখ করেন। সভায় সর্বসম্মতিক্রমে দেশ, জনগণ এবং ইসলামী মূল্যবোধ রক্ষায় একটি রাজনৈতিক মোর্চা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ