মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দীর্ঘ ২৮ বছর মামলা চলার পর বুধবার সিস্টার অভয়া হত্যা মামলার রায় দিয়েছে কেরালার তিরুঅনন্তপুরমের বিশেষ সিবিআই আদালত। তাকে হত্যার দায়ে এক পাদ্রী এবং এক সিস্টারকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে দু’জনকে ৫ লাখ টাকা জরিমানা এবং তথ্য লোপাটের অভিযোগে আরও ৭ বছরের কারাদন্ডের নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার আদালত ফাদার টমাস কোট্টুর এবং সিস্টার সেফিকে খুন এবং তথ্য লোপাটের অভিযোগে দোষী সাব্যস্ত করে। বুধবার তাদের কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত। ১৯৯২ সালে কোট্টায়ামে খুন হন সিস্টার অভয়া। একটি কুয়ো থেকে তার লাশ উদ্ধার হয়। সে সময় পুলিশ এবং অপরাধদমন শাখা ঘটনাটিকে আত্মহত্যা বলে মামলা খারিজ করে দেয়। কিন্তু ১৯৯৩ সালে মামলাটি হাতে পায় সিবিআই। ১৯৯৬ সালে সিবিআই যে রিপোর্ট দিয়েছিল তাতে আত্মহত্যা বলেই উল্লেখ করা হয়। কিন্তু তার ঠিক এক বছর পর সিবিআই আরও একটি রিপোর্টে জানায়, এটা হত্যার ঘটনা। ২০০৮-এ সিবিআই তাদের চার্জশিটে অভিযুক্ত হিসেবে ফাদার কোট্টুর, ফাদার জোর পোত্রুকায়িল এবং সিস্টার সেফির নাম উল্লেখ করে। চার্জশিটে সিবিআই জানায়, ওই তিন অভিযুক্তের অনৈতিক কাজ দেখে ফেলায় সিস্টার অভয়াকে খুন করা হয়। ২০০৯-এ জামিন পেয়ে যান তিন অভিযুক্তই। ২০১৯-এ এই মামলার বিচারপ্রক্রিয়া ফের শুরু হয়। কয়েক বছর আগে অভয়ার মা-বাবা দু’জনেই মারা গিয়েছেন। তার ভাই বিজু টমাস বিদেশে থাকেন। রায় শুনে তিনি বলেন, “এই রায়ে আমি খুব খুশি। দোষীরা শাস্তি পেল।” সূত্র : এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।