বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেসবুক প্রেমিকার সাথে নরসিংদীতে দেখা করতে গিয়ে স্থানীয়দের হাতে জিম্মি হবার পরে পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়েছে বরিশালের উজিরপুরের পারভেজ খান নামের এক যুবক। উদ্ধারকৃত পারভেজ উজিরপুরের পশ্চিম বামরাইল এলাকার কালাম খানের ছেলে। গত সোমবার সকালে পারভেজের পিতা-মাতা উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমানের কাছে বিষয়টি জানানোর পরই পারভেজকে নরসিংদীর শিবপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইল এলাকার কালাম খান ও তার স্ত্রী থানায় এসে তাদের পুত্র পারভেজ ঢাকায় বসুন্ধরা মার্কেটের একটি দোকানে চাকরি করে বলে জানায়। ঢাকা থেকে বাড়িতে আসার পথে সদরঘাট এলাকা থেকে অপহৃত হয়েছে এবং অপহরণকারী চক্র দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। তাৎক্ষণিক বিষয়টি আমলে নিয়ে উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারের সহায়তায় অপহরণকারীদের এবং ভিকটিমের অবস্থান নিশ্চিত করা হয়।
এরপর কৌশলে মুক্তিপণ দাবিকারীদের মোবাইলে যোগাযোগ করে বিকাশ নম্বর সংগ্রহ করা হয় এবং মুক্তিপণ দাবিকারীদের দেয়া বিকাশ নাম্বারে দুই কিস্তিতে চার হাজার টাকা প্রেরণ করে বিকাশ নাম্বারের মালিকানা সংগ্রহ করা হয়। পরবর্তীতে ঘটনার বিস্তারিত নরসিংদীর শিবপুর থানার ওসিকে জানানো হলে ভিকটিমকে উদ্ধারের জন্য স্থানীয় চৈতন্য এলাকায় পুলিশের দুইটি টিম প্রেরণ করে। সেখান থেকে দুই অপরাধীসহ অপহৃত পারভেজকে উদ্ধার করে পুলিশ।
ওসি মাহাবুব সাংবাদিকদের জানান, ভিকটিমকে উদ্ধারের পর জানা গেছে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে শিবপুরের একটি মেয়ের সাথে পরিচয় হয় তার। সে সুবাদে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে এলাকার কতিপয় যুবকের হাতে আটক হয় পারভেজ। এর পরপরই পারভেজের মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণ দাবি করছিলো ওই যুবকেরা। পারভেজের পিতা-মাতাকে শিবপুর থানার উদ্দেশে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।