মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতের কর্নাটক রাজ্যে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। রাত ১০ থেকে সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ ২ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার বরাতে জানা যায়, চলতি সপ্তাহে কর্নাটকে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এর আগে মহারাষ্ট্রে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যুক্তরাজ্য থেকে আসা সকল যাত্রীকে ৭২ ঘণ্টার মধ্যে অবশ্যই করোনা শনাক্ত পরীক্ষা করাতে হবে বলে জানিয়েছে কর্নাটক রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিইউরাপ্পা এক বিবৃতিতে বলেন, ‘নতুন ধরণের করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে ২ জানুয়ারি পর্যন্ত রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারির সিদ্ধান্ত হয়েছে। সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানাচ্ছি।’
গত সপ্তাহে যুক্তরাজ্যে করোনার নতুন রূপটি শনাক্ত হয়। এটি আগের রূপটির তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রামক। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। সূত্র : এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।