Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মীর সাব্বিরের সিনেমায় গাইলেন নচিকেতা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

কলকাতার জনপ্রিয় গায়ক নচিকেতা মীর সাব্বিরের নির্মিতব্য সিনেমা রাত জাগা ফুল- প্লেব্যাক করেছেন। ইতোমধ্যে কলকাতায় এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির শিরোনাম ‘দিন বদলের দিন শুরু’। গানটির কথা লিখেছেন মীর সাব্বির। সুর করেছেন কলকাতার তমাল চক্রবর্তী। মীর সাব্বির বলেন, নচিকেতা অনেক বড় মাপের একজন মানুষ। তার গান শুনেছে প্রজন্ম থেকে প্রজন্ম। খুবই ভালো লাগছে তার মতো একজন গায়ক আমার সিনেমায় গেয়েছেন। গানে সচেতনতার কথা বলা হয়েছে। দর্শক গানটি থেকে শিক্ষামূলক বার্তা পাবেন। সিনেমাটির সংগীতায়োজন করছেন ইমন চৌধুরী। এর আগে মীর সাব্বিরের কথায় সিনেমার টাইটেল গানে কণ্ঠ দেন মমতাজ বেগম। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটির সহ-প্রযোজক হিসেবে আছে মীর সাব্বিরের প্রযোজনা প্রতিষ্ঠান ফুলঝুড়ি মিডিয়া লিমিটেড। এতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও আবু হুরায়রা তানভীর, মীর সাব্বির, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী ও জয়রাজসহ অনেকে। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী সংলাপ, চিত্রনাট্য করেছেন মীর সাব্বির। সিনেমাটির শুটিং শেষ হয়েছে। আগামী ফেব্রুরিতে মুক্তি দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ