প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তানভীর মোকাম্মেল পরিচালিত ‘জীবনঢুলী’ চলচ্চিত্রটি ১৬ থেকে ২৪শে জানুয়ারী ভারতের গোয়াতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘৫১তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যল অব ইন্ডিয়া’তে আমন্ত্রিত হয়েছে। ২০২১ সাল হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০তম বার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত ‘জীবনঢুলী’ চলচ্চিত্রটিকে গোয়া চলচ্চিত্র উৎসবে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। চলচ্চিত্রটির শিল্প নির্দেশক ও প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ এবং কাস্টিং ডিরেক্টর ও পোষাকের দায়িত্বপালকনকারী অভিনেত্রী চিত্রলেখা গুহ গোয়া চলচ্চিত্র উৎসবটিতে অংশগ্রহণ করবেন। উল্লেক্ষ, চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, ওয়াহীদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, জ্যোতিকা জ্যোতি, উত্তম গুহ, প্রাণ রায়, মৃণাল দত্ত, ইকবাল হোসেন, রিয়াজ, মাহমুদ জুয়েল। এ চলচ্চিত্রটি ছাড়াও উৎসবের ওয়ার্ল্ড প্যানোরমা বিভাগে তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’র ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তানভীল মোকাম্মেল ও সম্পদক মহাদেব শী গোয়া চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।