Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীর্ষ মাও কমান্ডার নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

পুলিশ-সিআরপিএফের যৌথ অভিযানে নিহত হয়েছে মাওবাদী শাখা সংগঠন জনমুক্তি ফ্রন্টের সেকেন্ড-ইন-কমান্ড জিদান গুড়িয়া। সোমবার ঝাড়খÐের খুঁটি জেলার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে গুলির লড়াইয়ে নিকেশ হয় গুড়িয়া। তার মাথার দম ১৫ লাখ টাকা ছিল। খুন-দাঙ্গা-চাঁদাবাজিসহ ১২৯টি মামলায় মোস্ট ওয়ান্টেড ছিল গুড়িয়া। খুঁটি জেলাতেই তার নামে ছিল ১০৬টি মামলা। জেলার পুলিশ সুপার আশুতোষ শেখর জানিয়েছেন, জনমুক্তি ফ্রন্টের টপ কমান্ডার জিদান গুড়িয়া কোয়েঙ্গসার গ্রামে পুলিশ ও সিআরপিএফের যৌথ অভিযানে নিকেশ হয়েছে। গুড়িয়া এবং তার সঙ্গীদের গতিবিধির উপর বজর রাখা হচ্ছিল। জঙ্গলের মধ্যে আচমকা গুড়িয়ার দল পুলিশের উপর হামলা চালায়। আত্মরক্ষায় গুলি চালায় যৌথ বাহিনী। একটি একে ৪৭ রাইফেল, বেশ কিছু সিম কার্ড, ওয়াকি-টকি এবং নগদ টাকা উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ