Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে পিস্তল ও গুলিসহ আটক ২

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ীতে ১টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিনসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যার-১৩ এর সদস্যরা। এ ঘটনায় মহিলাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১৩। গত শুক্রবার সন্ধায় ফুলবাড়ী পৌর এলাকার থানাপাড়া মোড়ে আইয়ুব আলীর চায়ের দোকানের সামনে ওৎ পেতে থেকে অস্ত্রগুলো হাতবদল করার সময় তাদেরকে হাতেনাতে আটক করে র‌্যাব। এ ঘটনায় গতকাল শনিবার সকালে র‌্যাব-১৩ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) মকবুল হোসেন বাদী হয়ে আটককৃত ২ জনকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাগমারা গ্রামের মৃত হেসাব উদ্দিনের ছেলে হেলাল ও একই এলাকার মৃত আব্দুল কাফীর স্ত্রী নুরজাহান বেগম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুলবাড়ীতে পিস্তল ও গুলিসহ আটক ২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ