Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ বন্যার্তদের জন্য গাইবে জলের গান

প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বন্যার্তদের পাশে দাঁড়াতে আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে কনসার্ট করবে জনপ্রিয় সঙ্গীতদল জলের গান। শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করছে ‘জলের গান ফ্যান ক্লাব’। ফ্যান ক্লাবের সমন্বয়ক ওমর ফারুক জানান, এই কনসার্ট অনুষ্ঠিত হবে টিকিটের বিনিময়ে। টিকিটের মূল্য ৫০০ টাকা রাখা হয়েছে। টিকিট পাওয়া যাবে ঢাকা শহরের দেশাল’র সবগুলা আউটলেটে। এছাড়া মোবাইলে যোগাযোগ করা যাবেÑ ০১৭১২৯৬৯৩০৪ এই নাম্বারে। একই নাম্বারে বিকাশের মাধ্যমেও টিকিট সংগ্রহ করা যাবে। ফারুক বলেন, আগে থেকেই বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করছে জলের গানের ভক্তরা। এরই মধ্যে কুড়িগ্রামের বন্যার্তদের মাঝে একাধিকবার ত্রাণ সাহায্যও পৌঁছে দিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ অভিযান। জলের গানের সদস্য সাইফুল জার্নাল বলেন, একটা মহৎ লক্ষ্য সামনে রেখে আমরা এই কনসার্টে গাইব। সারাদেশে বন্যার্তদের সাহায্যার্থে জলের গানের এই বিশেষ শো’টি অনুষ্ঠিত হবে। সবাই মিলে যেন বন্যার্ত মানুষের জন্য ভালো কিছু করতে পারি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ বন্যার্তদের জন্য গাইবে জলের গান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ