Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনার মৃত্যুর মিছিলে আরো একজন

৭২ ঘন্টায় আক্রান্ত ৪০

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২০, ১১:৫৪ এএম

বরিশাল মহানগরীতে করেনা সংক্রমণে আরো ১ জনের মৃত্যুর মধ্যে দিয়ে দক্ষিণাঞ্চলে মৃতের সংখ্যা ২শ ছুতে চলেছে। আর বরিশাল জেলায় কোভিড-১৯’এ মৃত ৮৪ জনের মধ্যে এনগরীতেই মৃত্যুর মিছিলে যোগ হল ৪৬ জনের নাম। বুধবার সকালের পূর্ববর্তী ৭২ ঘন্টায় আরো ৪০ জন সহ দক্ষিণাঞ্চলের ছয় জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৩০-এ। মৃত্যু হয়েছে ১৯৬ জনের। গত ৭২ ঘন্টায় বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫৩০ জনের নমুনা পরিক্ষায় ৫১ জনের এবং ভোলা জেনারেল হাসপাতালে ৫৫ জনের মধ্যে ১জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।

এখনো সমগ্র দক্ষিণাঞ্চলের মধ্যে হটস্পট হিসেবে করোনা দাপিয়ে বেড়াচ্ছে বরিশাল মহানগরীতে। এনগরীতে সরকারী হিসেবেই ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজার ৭শ। গত ৭২ ঘন্টায় এ অঞ্চলে আক্রান্ত ৪০ জনের মধ্যে বরিশাল মহানগরীতেই সংখ্যাটা ১৫। আর এসময়ে একমাত্র মৃত্যুর ঘটনাটিও এ নগরীতে। নগরীর হজরত কালু শাহ(রঃ) সড়কে মঙ্গলবার ৬৪ বছর বয়স্ক এক ব্যক্তির মৃত্যু ঘটে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

এসময়ে বরিশালে ১৯ জন সহ জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪,৬৪৮। মারা গেছেন ৮৪ জন। পটুয়াখালীতে গত ৭২ ঘন্টায় ৭ জন সহ মোট আক্রান্ত ১,৬৭৬ জনের মধ্যে মারা গেছেন ৪০ জন। ঝালকাঠীতেও এসময়ে ৭ জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮১৩ জনের । ছোট এ জেলাটিতে এপর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের। ভোলাতে গত ৭২ ঘন্টায় নতুনকরে আক্রান্ত হয়েছেন আরো ৩জন। জেলাটিতে এ পর্যন্ত ৯৩৩ জন আক্রান্তের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে কোরোনা সংক্রমনে। পিরোজপুরে গত ৭২ ঘন্টায় আরো দুজন সহ মোট ১,১৪৬ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ২৪ জন। আর বরগুনাতেও গত ৭২ ঘন্টায় দু জন সহ মোট আক্রান্ত ১ হাজার ১৪ জনের মধ্যে মৃত্যু হয়েছে ২১ জনের।

বুধবার সকালে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৮জন, আইসোলেশন ওয়ার্ডে ২৪ জন এবং আইসিইউ’তে আরো ৬জন চিকিৎসাধীন ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ