Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিভি অনুষ্ঠান উপস্থাপনায় এমরান হাশমি

প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

চলচ্চিত্রে অভিনয় থেকে শুরু করে এখন এমরান হাশমি প্রচার এবং প্রডাকশন হাউস প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন। পাশাপাশি তিনি ক্যান্সার রোগীদের পক্ষে সচেতনতা সৃষ্টির জন্যও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ঠিক এই কারণকে সামনে রেখেই অভিনেতাটি একটি টিভি অনুষ্ঠান উপস্থাপনা করবেন বলে জানা গেছে।
অনেকেরই হয়তো জানা আছে এমরানের চার বছর বয়সী ছেলে আয়ান ক্যান্সার রোগ থেকে সেরে উঠেছে। ছেলের এই মরণব্যাধি জয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি ‘দ্য কিস অফ লাইফ : হাও এ সুপারহিরো অ্যান্ড মাই সন ডিফিটেড ক্যান্সার’ নামের একটি বই প্রকাশ করেছেন। তিনি ক্যান্সার নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছেন। তিনি এই বিষয়টি নিয়েই এই টিভি অনুষ্ঠানটিতে কথা বলবেন বলে জানা গেছে।
টিভি অনুষ্ঠানটির সংশ্লিষ্টরা জানিয়েছে, রোগটি নিয়ে এমরানের সরাসরি অভিজ্ঞতা আছে বলে এই ক্ষেত্রে তার কথা সবার উপকারে আসবে।
জানা গেছে, অনুষ্ঠানটির শুটিং আগামী বছর শুরু হবে। অন্যান্য তথ্য গোপন রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি অনুষ্ঠান উপস্থাপনায় এমরান হাশমি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ