Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : নান্দাইল উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল আব্দুস সালাম আরসিডিএস পিএসসি (অব.)-এর গাড়িবহরে গত ২৩ জানুয়ারি নান্দাইল রোড চৌরাস্তা এলাকায় সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে গতকাল শনিবার সকাল ১১টায় নান্দাইল উপজেলা সদরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে গাড়িবহরে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা শাহাব উদ্দিন ভূইয়া, এমএ ছালাম, আমিনুল ইসলাম শাহান, রফিকুল ইসলাম রেণু, আব্দুস ছ্াত্তার ভূইয়া উজ্জল, শফিকুল ইসলাম সরকার, সাইদুর রহমান, মুশফিকুর রহমান প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জামালউদ্দিন আকন্দ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নান্দাইলে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ