Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে : আলোচনা সভায় মুক্তিযুদ্ধমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেলক হক বলেছেন, স্বাধীনতা বিরোধী নিয়ে বিএনপি জামায়াতের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। মহান বিজয়ের মাসেও তারা নানা ধরণের ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এব্যাপারে সকলতে সতর্ক থাকতে হবে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অব্যাহত এগিয়ে রুখতে বিএনপি স্বাধীনতা বিরোধীদের অপচেষ্টা এখনো চলছে। নানা ধরণের গুজব ছড়াচ্ছেন। কিন্তু জনগণ এখন বুঝে গেছে, তাই কোন ধরণের গুজবে কান দেয় না। বরং অপরাজনীতির কারণে বিএনপিকে ধিক্কার জানায়। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করেই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠা করবো। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সাবেক সফল মন্ত্রী মরহুম জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের নবম মৃত্যুবাষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেন ডামুড্যা উপজেলা যুব কল্যাণ ট্রাস্ট, ঢাকা। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান আজম।

মরহুম জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের স্মৃতিচারণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আব্দুর রাজ্জাক ছিলেন কর্মীবান্ধব নেতা। সারাটি জীবন তিনি এদেশের জন্য মানুষের জন্য সংগ্রাম করেছেন। দেশের যত গণতান্ত্রিক আন্দোলন বলেন, রাজ্জাক ভাই অগ্রণী ভূমিকা রেখেছেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আব্দুর রাজ্জাকের ছিলো অসামান্য অবদান।

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, বিএনপি এখন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির মুখপাত্রে পরিণত হয়েছে। স্বাধীনতা বিরোধী ও দোসরদের আশ্রয়স্থল। আজকে তারা ৭১ এবং ৭৫’র প্রেতাত্মাদের নিয়ে নানা ভাবে ষড়যন্ত্র করছে। কোভিড ১৯ এর মধ্যে গুজব সন্ত্রাস করেছে। মুক্তিযোদ্ধাদের সম্মান সেখানে নেই, সেটা তাদের দলের নেতারাই বলছেন। তাই বীরমুক্তিযোদ্ধা যারা ঐ দলে আছেন, বেরিয়ে আসতে বলবো। কেননা মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান বঙ্গবন্ধু কন্যাই শুধু দিতে পারেন। মুক্তিযোদ্ধা যে কোন সময়ের চেয়ে এখন সম্মানিত হচ্ছেন। আপনারাও আসেন সম্মান পাবেন।

আরো উপস্থিত ছিলেন, মরহুম আব্দুর রাজ্জাকের জ্যৈষ্ঠপুত্র নাহিম রাজ্জাক, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর কামাল উদ্দিন আহমদ প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ