Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাড়াইলে সেরা সাইফুল একাডেমি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

মুজিববর্ষের অঙ্গীকার মাদক রুখবে খেলোয়াড়’ এই ¯েøাগানকে সামনে রেখে তাড়াইল উপজেলায় শেষ হলো একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। তাড়াইল উচ্চ বিদ্যালয়ের মাঠে মিজান একাডেমিকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতেছে সাইফুল একাডেমি। জয়সূচক একমাত্র গোলটি করেন শিপন। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়রও নির্বাচিত হন সাইফুল একাডেমির এই মিডফিল্ডার। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক মাহমুদ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় তাড়াইল উপজেলায় এই টুর্নামেন্টের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। তাড়াইলের চারটি একাডেমি অংশ নেয় এই প্রতিযোগিতায়। দিনব্যাপী এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আলম একাডেমিকে ৪-০ গোলে হারিয়েছিলো সাইফুল একাডেমি। অপর সেমিফাইনালে জীবন একাডেমিকে ২-১ গোলে হারিয়েছিলো মিজান একাডেমি। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী। টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ