Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থালা বাজিয়ে প্রতিবাদের ডাক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ভারতে নতুন কৃষি আইনের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরও জোরদার করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের উপর চাপ বাড়াতে এবার ২৪ ঘণ্টার রিলে অনশন শুরু করেছেন কৃষকরা। সোমবার থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টার এই রিলে অনশনে কৃষকরা খাবার না খেয়ে দাবি আদায়ে অনড় থাকবেন এবং থালা বাজিয়ে প্রতিবাদ করবেন বলে জানিয়েছেন বিশিষ্ট বিক্ষোভকারী নেতা যোগেন্দ্র যাদব। আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে বিক্ষোভকারী কৃষক নেতারা তাদের সমর্থকদেরকে ২৩ ডিসেম্বরে একবেলা খাবার না খাওয়ার আহবান জানিয়েছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’ এর আগামী পর্বে থালা বাজিয়ে প্রতিবাদ জানানোর জন্যও জনগণকে অনুরোধ জানিয়েছেন ‘ভারতী কিষাণ ইউনিয়ন’ এর নেতা জগজিৎ সিং ডালেওয়াল। টিওআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ