Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

লুকানো ছিল
মালির দক্ষিণাঞ্চলে কাস্টমস কর্মকর্তারা ৮৫ লাখ ডলার ম‚ল্যের সোনা উদ্ধার করেছে, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৭১ কোটি টাকার বেশি। দেশটির কর্মকর্তারা সোমবার এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঐসব সোনা একটি গাড়ির ভিতরে লুকিয়ে রাখা ছিল। ১৪৩ কিলোগ্রাম (৩১৫ পাউন্ড) সোনা পার্শ্ববর্তী দেশ গিনিতে নেয়া হচ্ছিল। মালির সীমান্তে দেশটির কর্মকর্তারা প্রায় স্বর্ণ উদ্ধার করে থাকে। বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিম আফ্রিকার স্থলবেষ্টিত দেশ মালি হচ্ছে এ মহাদেশের পঞ্চম বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ। রয়টার্স।


কুয়েতের ঘোষণা
বিশ্বে করোনাভাইরাসের বিস্তার ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত সতর্কতা হিসেবে ২১ ডিসেম্বর রাত ১১টা থেকে ১ জানুয়ারি পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট, স্থলবন্দর ও সমুদ্রপথ বন্ধের ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। সোমবার কুয়েতের সিভিল এভিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে কার্গো বিমানকে এ নিষেধাজ্ঞার আওতার বাহিরে রাখা হয়েছে। বর্তমানে কুয়েতে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরছে। রয়টার্স।


নির্দেশ দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে ভবিষ্যতে বানানো সরকারি ভবনগুলো অবশ্যই সুন্দর করে বানানোর নির্দেশ দিয়ে সোমবার এক নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশে নতুন ভবনগুলো ঐতিহ্যবাহী গ্রিক, রোমান বা এরকম কাছাকাছি আঙ্গিকে গড়ার প্রতি জোর দেয়া হয়েছে। নির্বাহী আদেশে বলা হয়, নতুন অনেক সরকারি ভবনে ‘ব্রæটালিস্ট’ আঙ্গিকের ছাপ পাওয়া যায়। সরকারি ভবনগুলোতে হোয়াইট হাউসের মতো আমেরিকার ভালোবাসার নিদর্শনের ছাপ থাকা উচিত। বিবিসি।


সাদামাঠা প্রস্তুতি
করোনার কারণে নেই কোন আয়োজন। অনেকটাই সাদামাঠা বড়দিন উদযাপনের প্রস্তুতি ঐতিহাসিক জেরুজালেম শহরে। উৎসবের ঘনঘটা না থাকলেও আলোকসজ্জা করা হয়েছে শহরজুড়ে। এতে মহামারির অন্ধকার কাটিয়ে সুদিনের প্রত্যাশা করছেন জেরুজালেমবাসী। বাজছে গির্জার ঘণ্টা। তবে নেই কোন তীর্থযাত্রী। কয়েকশ’ বছরের ইতিহাসে দর্শনার্থী ও পর্যটকশ‚ন্য জেরুজালেমের এই রূপ আগে কখনো দেখেননি স্থানীয়রা। ৪০০ শতাব্দীর পর থেকে জেরুজালেম এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়নি। একজন তীর্থযাত্রীও নেই এবার। হারেৎজ।


সাংবাদিকদের তথ্য চুরি
আল-জাজিরার অন্তত ৩৬ জন কর্মীর মোবাইল ফোন হ্যাক করে তথ্য চুরি করা হয়েছে। ইসরাইলি প্রতিষ্ঠান এসএসও গ্রæপের একটি স্পাইওয়্যার দিয়ে কাতারভিত্তিক এই গণমাধ্যমের কর্মীদের ফোন হ্যাক করেছে বলে জানিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। ইউনিভার্সিটি অব টরোন্টোর সিটিজেন ল্যাব এক গবেষণা প্রতিবেদনে এই হ্যাকিংয়ের বিষয়টি তুলে ধরেছে। সেখানে বলা হয়, আল-জাজিরার কর্মী, টিভি উপস্থাপক ও নির্বাহী কর্মকর্তারাও হ্যাকিংয়ের শিকার হয়েছে। আল-জাজিরা।


লাইসেন্স বাতিল
পাকিস্তানের সরকার বাণিজ্যিক ফ্লাইটের ৫০ জন পাইলটের লাইসেন্স বাতিল করেছে। একটি তদন্তে পাইলটের লাইসেন্স পরীক্ষার সময় সময় অসদুপায়ের সত্যতা পাওয়ায় তাদের লাইসেন্স বাতিল করা হয়। বিষয়টি ইসলামাবাদ হাইকোর্টকে জানিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। পাকিস্তান সরকার জানায়, আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থার শর্ত প‚রণে ৮৬০ জন বাণিজ্যিক পাইলটের সবার লাইসেন্স পরীক্ষা করা হয়। তবে সবার লাইসেন্স খুটিয়ে দেখার পর ৫০ জনের লাইসেন্স বাতিল করা হয়। দ্য ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ