Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

গোবিন্দগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে গুলিবিদ্ধ ২

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছোড়া গুলিতে দুই নারী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলো- রাঘবপুর গ্রামের শাহ আলমের স্ত্রী বেলিজা বেগম ও একই গ্রামের আব্দুল আজিজের স্ত্রী ফাতেমা বেগম। আটকরা হলো, রাঘবপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে গাজিয়ার রহমান ও একই গ্রামের মৃত মহিতুল্যার ছেলে আব্দুল জোব্বার। স্থানীয়রা জানান, জমির সীমানা নিয়ে রাঘবপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে আব্দুর রশিদের সঙ্গে একই গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে আফসারের বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার বিকেলে বাকবিত-ার এক পর্যায়ে রশিদ ও আফসারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের ছোরা ইয়ারগানের গুলিতে ওই দুই নারী গুলিবিদ্ধ হন। এদের মধ্যে গলায় গুলিবিদ্ধ ফাতেমাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল ও বেলিজাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। যে ইয়ারগান থেকে গুলি ছোড়া হয় সেটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ ফাতেমা বেগমের স্বামী আব্দুল আজিজ বাদী হয়ে ৬জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে বলে তদন্ত কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক ফজলুর রহমান জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোবিন্দগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে গুলিবিদ্ধ ২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ