মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফাইজার-বায়োনটেকের টিকা নিয়ে সংবাদ সম্মেলনে আসার পর কথা বলতে বলতে এক মার্কিন নার্সের অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রয়টার্স জানিয়েছে, টিফানি ডোভার নামের ওই নারী রোববার যুক্তরাষ্ট্রের ছাতনোগা হাসপাতালে টিকা নেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর টিফানি ক্ষমা চেয়ে মাথায় হাত দিয়ে বলেন, আমার ভালো লাগছে না। ‘দুঃখিত, মাথা ঘোরাচ্ছে,’ বলতে বলতে লাইভেই তিনি পড়ে যেতে থাকেন। এসময় ডাক্তাররা তাকে ধরার চেষ্টা করেন। ফাইজারের ভ্যাকসিন ব্রিটেন, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে অনুমোদন দিয়েছে। কোম্পানিটির দাবি, ভ্যাকসিন ৯০ শতাংশের বেশি কার্যকর। এখনও পর্যন্ত ছয়টি দেশে ৪৩ হাজার ৫০০ জনের শরীরে ফাইজার ও বায়োনটেক টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে এবং এতে ঝুঁকিপূর্ণ পাওয়া যায়নি।
এই টিকার ক্ষেত্রে একেবারে ভিন্ন ধরনের একটি পদ্ধতি ব্যবহার করা হয়েছে যাতে মানবদেহের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে ‘প্রশিক্ষিত’ করে তোলার জন্য ভাইরাসটির জেনেটিক কোড শরীরে ইনজেক্ট করা হয়। বিজ্ঞানীরা বলছেন, টিকা নেয়ার পর কেউ কেউ অসুস্থ হওয়ার কথা বলছেন। এটি উত্তেজনা কিংবা অন্য কোনো অসুস্থতা থেকে হয়ে থাকতে পারে। সূত্র : নিউইয়র্ক পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।