Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করলেন লোপা হোসেইন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

কণ্ঠশিল্পী ও সংবাদ পাঠিকা লোপা হোসেইন আগে নাটকে অভিনয় করলেও চলচ্চিত্রে অভিনয় করেননি। এবার প্রথমবারের মতো তিনি চলচ্চিত্রে অভিনয় করলেন। রফিক শিকদারের নির্মাণাধীন চলচ্চি বসন্ত বিকেলে তিনি একজন সঙ্গীতশিল্পী হিসেবে অভিনয় করেছেন। লোপা বলেন, অভিনয় আগেও করেছি। একটি ধারাবাহিক আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। সিনেমায় প্রথম অভিনয় করলাম। কাজ করতে গিয়ে তেমন কোনো সমস্যা হয়নি। ইউনিটের সবাই সহযোগিতা করেছেন। হাততালি ভালোই পেয়েছি। তিনি বলেন, আগে সিনেমার অনেক প্রস্তাব পেয়েছি। তবে পরিবারের আপত্তির কারণে করা হয়নি। এবার অতিথি চরিত্রে সিনেমার অভিজ্ঞতাটা নিলাম। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন শিপন মিত্র ও হুমায়রা সুবাহ। লোপা হোসেইন ছাড়াও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা অমিতাভ রেজা। সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন রফিক শিকদার। পরিচালক জানান, অমিতাভ রেজা ও লোপা হোসেইনের অংশ এরমধ্যে শেষ করেছেন। গানের দৃশ্যধারণের কাজ বিকি আছে। এতে আরও অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সুচরিতা, শিবা সানু, তানভীর তনুসহ অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লোপা-হোসেইন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ