Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

‘স্পাইডার-ম্যান থ্রি’তে ডক্টর অক্টোপাসের ভূমিকায় ফিরছেন আলফ্রেড মোলিনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

টম হল্যান্ডের অভিনয়ে নির্মিতব্য ‘স্পাইডার-ম্যান থ্রি’র রোমাঞ্চ বাড়াতে থাকছে একাধিক ভিলেন। অক্টোবরে অতিপ্রতীক্ষিত সুপারহিরো সিরিজের এই পর্বের শুটিং শুরুর পর থেকেই এর আকর্ষণ বাড়াতে যোগ হচ্ছে নতুন নতুন অভিনেতাদের নাম। সর্বশেষ জানা গেছে আলফ্রেড মোলিনা নতুন পর্বে যুক্ত হচ্ছেন বিপথগামী বিজ্ঞানী অটো অক্টাভিয়াস ওরফে ডক্টর অক্টোপাসের ভূমিকায়। ডক্টর অক্টোপাসকে প্রথম দেখা গেছে টোবি ম্যাগুইয়ার অভিনীত ২০০৪-এর ‘স্পাইডার-ম্যান টু’তে। নতুন এই পর্বে অতীতের আরও কয়েকজন সুপার-ভিলেন থাকবে, এর মধ্যে জেমি ফক্স অভিনীত ইলেক্ট্রো; ইলেক্ট্রোকে দেখা গিয়েছিল জেমস গারফিল্ড অভিনীত ‘এমেজিং স্পাইডার-ম্যান টু’তে। মারভেল সিনেমাটিক ইউনিভার্সের সঙ্গে সম্পৃক্ত থাকবে এই ফিল্মটি। আর এর প্রতিফলন ঘটবে বেনেডিক্ট কাম্বারব্যাচ অভিনীত ডক্টর স্ট্রেঞ্জ চরিত্রটি; এই চরিত্রটি অবশ্য খল নয়। জেন্ডায়া, মারিসা টোমাই এবং জ্যাকব ব্যাটালন তৃতীয় পর্বে থাকবেন। জন ওয়াটসের পরিচালনায় ‘স্পাইডার-ম্যান থ্রি’ ২০২১এর ১৭ ডিসেম্বর মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ