বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার উলাশী থেকে পাঁচ লাখ ইউএস ডলারসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। যা বাংলাদেশি টাকায় সাড়ে চার কোটি। হুন্ডি ব্যবসায়ীদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
গতকাল রোববার যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. সেলিম রেজা পিএসসি এ তথ্য জানান। আটক ব্যক্তিরা হলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার খাগুড়িয়া গ্রামের রশিদ ব্যাপারীর ছেলে হৃদয় মিয়া ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার তুলাতুলার মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন হুন্ডি ব্যবসায়ীদের একটি চালান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। এরপর বিজিবির একটি টিম উলাশী রাস্তায় অবস্থান নেয়। তারা ঢাকাগামী একটি প্রাইভেট কারের গতিরোধ করে। এরপর কার তল্লাশি করে দরজা ও গিয়ার বক্সে বিশেষ কায়দায় লুকানো ৫০ বান্ডিল ইউএস ডলার উদ্ধার করা হয়। বিজিবি জানায়, আটক ব্যক্তিরা হুন্ডি ও সোনা চোরাচালানের সঙ্গে জড়িত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।