মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন প্রজাতি দেখা দেওয়ায় তার বিস্তার ঠেকাতে কয়েকটি ইউরোপীয় দেশ ফ্লাইট নিষিদ্ধ করেছে। যুক্তরাজ্যের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে করোনাভাইরাসের নতুন এই প্রজাতিটি তাদের নিয়ন্ত্রণের বাইরে।
এরই মধ্যে দেশটি থেকে ফ্লাইট বাতিল করেছে বেলজিয়াম ও নেদারল্যান্ডস। বেলজিয়ামগামী ট্রেনও নিষিদ্ধ করা হয়েছে। একই ধরনের পদক্ষেপের কথা ভাবছে জার্মানী এবং ফ্রান্সও।
কয়েকটি দেশে ক্রিসমাসকে সামনে রেখে শিথিল করে দেওয়া নিয়মগুলো বাতিল করে আরও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন প্রজাতির এই করোনাভাইরাসটি মূল করোনাভাইরাসের থেকে আরও দ্রুত ছড়াচ্ছে।
নতুন সব নিষেধাজ্ঞার কথা জানিয়ে শনিবার প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, নতুন প্রজাতিটি যে খুব বেশি প্রাণনাশী বা ভ্যাকসিনের সঙ্গে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাবে তার কোনো প্রমাণ মেলেনি। তবে এটা আরো ৭০ শতাংশ বেশি সংক্রামক।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেন, করোনাভাইরাসের নতুন প্রজাতিটি নিয়ন্ত্রণের বাইরে।
স্কাই নিউজকে তিনি বলেন, পরিস্থিতি মারাত্মক গুরুতর। ভ্যাকসিন বিতরণ শুরু না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন হবে।
তবে নতুন প্রজাতি নিয়ে যুক্তরাজ্যের সংস্পর্শে আছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই প্রজাতির ভাইরাস পাওয়া গেছে নেদারল্যান্ডস, ডেনমার্ক ও অস্ট্রেলিয়াতেও। সূত্র : বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।