রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খুলনায় নতুন সিভিল সার্জন হিসাবে যোগদান করেছেন ডা. নিয়াজ মোহাম্মদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত ১৪ ডিসেম্বর ডা. নিয়াজকে গোপালগঞ্জ থেকে খুলনা সিভিল সার্জন অফিসে বদলীর নির্দেশ দেয়া হয়। সেনুযায়ী তিনি গত ১৭ ডিসেম্বর দুপুরে খুলনায় সিভিল সার্জন হিসাবে যোগদান করেন। জানা যায়, খুলনার নবাগত সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বরিশাল মেডিকেল কলেজ থেকে পাস করে ২০তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হন। সবশেষ তিনি গোপালগঞ্জ সিভিল সার্জন হিসাবে এক বছর কর্মরত ছিলেন। গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদার বাসিন্দা মরহুম জয়নাল আবেদীন মোল্লার পুত্র ডা. নিয়াজ মোহাম্মদ। নবাগত সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, হঠাৎ করেই বদলির আদেশ পেয়েছি। সেই আদেশ মেনেই নির্দিষ্ট সময়ের মধ্যে গত বৃহস্পতিবার খুলনাতে যোগদান করেছি। এছাড়া সিভিল সার্জন হিসেবে যথাযথভাবে খুলনায় তার দায়িত্ব পালন করতে পারেন সেই জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।