মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শর্ত দিলেন গনি
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তালেবান বন্দিদের মুক্তির ক্ষেত্রে শর্ত দিয়েছেন। আমেরিকা এবং তালেবান সম্মিলিতভাবে কাবুল সরকারকে বন্দী মুক্তির ব্যাপারে যৌথভাবে যে প্রস্তাব দিয়েছিল আশরাফ গণি তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, তালেবান গোষ্ঠী দেশজুড়ে রক্তপাত এবং সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হওয়ার পরও তিনি যদি নতুন করে বন্দীদের মুক্তি দেন তাহলে জনগণ তা মেনে নেবে না। পার্সটুডে।
গুলি করে হত্যা
মেক্সিকোর জালিসকো রাজ্যের সাবেক গভর্নর রিসতোতেলেস সান্দোভালকে দেশটির একটি রেস্তোরাঁয় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশটির মাদক পাচারকারীদের স্বর্গরাজ্য বলে বিবেচিত ওই রাজ্যে শুক্রবার রাতে তাকে গুলি করে হত্যা করা হয়। মেক্সিবোর অ্যাটর্নি অ্যাটনি জেনারেল জিরার্দো অক্টাভিও সোলিস জানান, হত্যাকারীরা গভর্নর স্যান্ডাভলের পাশেই ছিল। তিনি ওয়াশরুমে গেলে, সেখানে আগে থেকেই অবস্থানকারী একজন তাকে পেছন থেকে কয়েকটি গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি জানান, সানডোলে একজন বন্দুকধারী গুলি চালালেও তার সঙ্গে রেস্তোরাঁর বাইরে অন্তত নয়জন আততায়ী অপেক্ষা করছিল। আল-জাজিরা, রয়টার্স।
সোমালিয়ায় ক্ষয়ক্ষতি
সোমালিয়ার শক্তিশালী গ্রীষ্মমÐলীয় ঝড়, ‘গতি’র আঘাতে ১,৮০.০০০ জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অবকাঠামো, জনবসতি ও বহু স্কুলে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বিগত ৩ দশকে সোমালিয়ায় ১৫টি ঝড় ও ঘ‚র্ণিঝড় এবং অস্বাভাবিক বন্যা জনজীবনকে ব্যাপকভাবে করেছে, তবে কোনটাই ‘গতি’র মতো এতটা ভয়ংকর ছিল না। মাত্র দুদিনের ভারী বর্ষণ, পুন্টল্যান্ডের ‘বারি’ অঞ্চলে ব্যাপক ভ‚মিধসের সৃষ্টি করে। জাতিসংঘ থেকে জানানো হয়, ভারী বর্ষণ ও ঝড়, স্কুল. স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবকাঠামোর প্রভ‚ত ক্ষতি সাধন করেছে, এবং হাজার হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে। ভিওএ।
ইউক্রেন ব্যর্থ
জাতিসংঘের প্রকাশিত রিপোর্টে ইউক্রেনের কভিড -১৯ মোকাবেলায় ব্যর্থতার জন্য দোষারোপ করা হয়ও রিপোর্টে হুঁশিয়ার করে দেয়া হয় যে, রুশ সমর্থিত সামরিক অভিযান সেখানে সংক্রমণের বিরুদ্ধে প্রয়াসকে আরো ঝুঁকিপ‚র্ণ করে তুলেছে। মানবাধিকার দপ্তরের সহকারী সেক্রেটারি জেনারেল, ইলজে ব্র্যান্ডস কেহরিস বলেছেন, ইউক্রেন বাহিনী ও রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যেকার লাইন বরাবর, যাতায়াতে বাধা থাকায় জনগণের জন্য স্বাস্থ্যসেবা গ্রহণ, পেনশন ও অন্যান্য ভাতা গ্রহণ এখন পুরোপুরি বাধাপ্রাপ্ত হচ্ছে। ভিওএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।