Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়াকে ঠেকাতেই তুরস্কের উপর নিষেধাজ্ঞা: পম্পেও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২০, ৮:০৭ পিএম

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন, তুরস্কের উপর দেয়া নিষেধাজ্ঞাগুলোর লক্ষ্য রাশিয়াকে প্রভাব অর্জন করা থেকে বিরত রাখা। তিনি নিশ্চত করেছেন যে, আঙ্কারার সামরিক ক্ষমতা ক্ষুণ্ন করা নিষেধাজ্ঞারেউদ্দেশ্য নয়। পম্পেও মনে করেন, এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে রাশিয়া তুর্কি বাহিনী এবং তাদের প্রতিরক্ষামূলক শিল্পগুলোর উপরে নজরদারি চালাতে পারবে।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের জারি করা এক বিবৃতিতে এ সব কথা বলা হয়েছে। সেখানে জানানো হয়েছে, পাম্পেও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসোগলুর সাথে রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র সিস্টেম ক্রয় ও মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করেছেন। বিবৃতিতে ঘোষণা করা হয়েছিল যে, পম্পেও কাভুসোগলুকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘তুরস্কের এই প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় মার্কিন সেনা এবং সামরিক প্রযুক্তিগুলোর সুরক্ষাকে হুমকির মধ্যে ফেলেছে।’ তিনি তুরস্ককে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় সংক্রান্ত সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে বলেন, ‘এমন একটি পদ্ধতিতে এই সমস্যা সমাধান করতে হবে যেটা ওয়াশিংটন এবং আঙ্কারার মধ্যে কয়েক দশক ধরে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।’

গত শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে, কোন অবস্থাতেই আঙ্কারা রাশিয়ান এস-৪০০ সিস্টেম কেনা থেকে পিছপা হবে না। তিনি জানান, মার্কিন নিষেধাজ্ঞাগুলো মূল্যায়ন করার পরে তুরস্ক তাদের প্রতিক্রিয়া জানাতে পদক্ষেপ নেবে। সূত্র: মিডল ইস্ট মনিটর।



 

Show all comments
  • মোঃ দুলাল মিয়া ২০ ডিসেম্বর, ২০২০, ৯:২৯ পিএম says : 0
    রাশিয়া কে কি ঠেকাইবা তাহারা তোমাদের থেকে শক্তি শালী।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ