প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নির্মাতা আব্দুল মান্নান নির্মাণ করতে যাচ্ছেন নতুন সিনেমা ‘মন বসেছে পড়ার টেবিলে’। ২০০৯ সালে রিয়াজ-শাবনূরকে জুটি করে তিনি নির্মাণ করেছিলেন ‘মন বসে না পড়ার টেবিলে’ সিনেমাটি। এটি তখন বেশ ব্যবসা সফল হয়। এ ধারাবাহিকতায় এবার তিনি আশিক চৌধুরী ও শাহ হুমায়রা সুবাহকে জুটি করে নির্মাণ করছেন নতুন সিনেমা। সম্প্রতি সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা শহীদুল আলম সাচ্চু, অভিনেত্রী অঞ্জনা সুলতানা, প্রযোজক শামসুল আলম প্রমুখ। সুবাহ বলেন, সিনেমাটিতে আমাকে দেখা যাবে স্কুল পড়–য়া ফাঁকিবাজ এক মেয়ের চরিত্রে। পড়ালেখা না করে সে ফাঁকি দেয়। একটা পর্যায়ে পড়ায় মন বসে। রোমান্টিক গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। রিয়াজ-শাবনূর জুটির মন বসে না পড়ার টেবিলের দৃশ্য বলা যেতে পারে। আশিক বলেন, সিনেমাটিতে শিক্ষকের চরিত্রে অভিনয় করব। লেখাপড়ার জন্য ঢাকায় এসে টিউশন করি। পড়ালেখায় অমনোযোগী এক ছাত্রীকে পাশ করানোর দায়িত্ব পড়ে আমার উপর। একটি মজার গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। আজ থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।