Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেইভ শেপেলের অনুরোধে ‘শেপেল’স শো’ সরিয়ে নিল এইচবিও ম্যাক্স

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

মার্কিন মুসলমান স্ট্যান্ড-আপ কমেডিয়ান ডেইভ শেপেলের অনুরোধে স্ট্রিমিং প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্স তার জনপ্রিয় ‘শেপেল’স শো’ প্রত্যাহার করে নিয়েছে। এইচবিও ম্যাক্সের প্রধান কনটেন্ট অফিসার কেসি ব্লয়েস এক ভার্চুয়াল সভায় জানান এই বছরের শেষ থেকে তার এই অনুষ্ঠান আর দেখান হবে না। তিনি বলেন : “আমার সঙ্গে ডেইভের কথা হয়েছে। আমি এর গভীরে যেতে চাচ্ছি না, তবে এটা নিশ্চিত যে এর পেছনে অনন্য আর আবেগ সংশ্লিষ্ট কারণ রয়েছে। তাই এই বছরের শেষ দিন থেকে আর এই অনুষ্ঠানের স্ট্রিমিং হবে না। তার অনুরোধের সম্মান রাখছি আমরা।” মাত্র কয়েক সপ্তাহ আগে এই কৌতুকশিল্পীর অনুরোধে নেটফ্লিক্সও তার কনটেন্ট প্রত্যাহার করে নিয়েছে। এক দীর্ঘ সোশাল মিডিয়া ভাষ্যে শেপেল বলেন : “তাদের (ভায়াকমসিবিএস) আমাকে কোনও সম্মানী দিতে হয়নি কারণ আমি কোনও চুক্তি করিনি। কিন্তু তা কি ঠিক? আমি জানতে পেরেছিলাম তারা আমার কাজ স্ট্রিমিং করছে এবং আমাকে তাদের কোনও সম্মানী দেবার বাধ্যবাধকতা নেই। এটি আইনতই হচ্ছিল কারণ আমি চুক্তি স্বাক্ষর করিনি। কিন্তু তা কি ঠিক হচ্ছে? আমারও তা মনে হয় না।” ২০০৫ সালে তীব্র রেষারেষি এবং সৃজনশীল মতপার্থক্যের পর শেপেল অনুষ্ঠানটি থেকে সরে আসেন। তার আগে চূড়ান্ত মৌসুমের জন্য মাত্র তিনটি পর্বের কাজ সম্পূর্ণ হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ