Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাউথ্যাম্পটনকে হারিয়ে জয়ে ফিরল সিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২০, ১১:৩০ পিএম

রাহিম স্টার্লিংয়ের গোলে সাউথ্যাম্পটনকে হারিয়ে জয়ের পথে ফিরল ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে জিতেছে ছয়বারের চ্যাম্পিয়নরা।

ত্রয়োদশ মিনিটে এগিয়ে যেতে পারতো তারা। ডি-বক্সের অনেকটা বাইরে থেকে জোয়াও কানসেলোর শট বাঁ দিকে ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক। পঞ্চদশ মিনিটে রদ্রি বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি সিটি। পরের মিনিটেই দলকে এগিয়ে নেন স্টার্লিং। ডি-বক্সের ডান দিক থেকে কেভিন ডে ব্রুইনের বাড়ানো বলে ঠিকানা খুঁজে নেন অরক্ষিত ইংলিশ মিডফিল্ডার। ২১তম মিনিটে সমতায় ফেরার ভালো একটি সুযোগ পায় শেষ ১১ ম্যাচে মাত্র একটিতে হারা সাউথ্যাম্পটন। ইংলিশ ফরোয়ার্ড থিও ওয়ালকটের শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন সিটির গোলরক্ষক এদেরসন। বিরতির আগে আরও কয়েকটি সুযোগ পেয়েছিল স্বাগতিকরা, কিন্তু কাজে লাগতে পারেনি।

দ্বিতীয়ার্ধের প্রথম আট মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পায় সফরকারীরা। প্রথমে ফেররান তরেসের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। পরে দুর্বল শটে হতাশ করেন বের্নার্দো সিলভা। ৭০তম মিনিটে ডে ব্রুইনের শট ফেরান গোলরক্ষক। একটু পর ইলকাই গিনদোয়ানের প্রচেষ্টাও রুখে দেন তিনি। যোগ করা সময়ে ব্যবধান বাড়ানোর ভালো দুটি সুযোগ পেয়েছিলেন দ্বিতীয়ার্ধে তরেসের বদলি নামা রিয়াদ মাহরেজ। দুবারই বল উড়িয়ে মারেন তিনি।

১৩ ম্যাচে ছয় জয় ও পাঁচ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে পাঁচে আছে সিটি। ১৪ ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে চারে সাউথ্যাম্পটন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ