Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসির রেকর্ডের রাতে বার্সার হোঁচট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২০, ১১:২৪ পিএম

ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়া লিওনেল মেসি আরেকটি রেকর্ড নিজের করে নেওয়ার পথে এগিয়ে গেলেন আরেকটু। ভালেন্সিয়ার বিপক্ষে গোল করে বসলেন ফুটবল কিংবদন্তি পেলের পাশে। এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন যৌথভাবে তাদের।

স্বদেশের ক্লাব সান্তোসের হয়ে ১৯ মৌসুমে ৬৪৩ গোল করেছিলেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে। বার্সেলোনার হয়ে ১৭ মৌসুমেই তার রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টাইন তারকা মেসি। তবে মেসির রেকর্ডের রাতে পয়েন্ট হারালো বার্সা। আজ ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।

বার্সালোনার মাঠ ন্যু-ক্যাম্পে অনুষ্ঠিত এই ম্যাচে ২৯ মিনিটের সময় এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। তবে বিরতির আগে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি পায় বার্সা। মেসি সেই পেনাল্টি নিলেও আটকে দেন ভ্যালেন্সিয়া গোলকিপার। কিন্তু ফিরতি বলে হেডে গোল করে

বিরতি পর্যন্ত ১-১ গোলে সমতা থাকা ম্যাচে ৫২ মিনিটে রোনাল্ড আরুজু গোল করে বার্সাকে এগিয়ে দেন। কিন্তু এই লিডও ধরে রাখতে পারেনি বার্সা। ম্যাচের ৬৯ মিনিটে গোমেজ গনজালেজ গোল করে বার্সার বিপক্ষে ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত ম্যাচে আর কোন দল গোল করতে না পারলে ম্যাচটি ড্র হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ