Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুয়ারেজের জোড়া গোলে অ্যাতলেটিকোর জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২০, ১১:১৯ পিএম

লা লিগায় আজ রাতে মাঠে নেমেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। এলচের বিপক্ষে এই ম্যাচে ৩-১ গোলে জিতেছে দলটি। উঠে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে। বড় জয়ের পথে অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে জোড়া গোল করেন সাবেক বার্সালোনা তারকা লুইস সুয়ারেজ। একটি গোল করেন ডিয়াগো কস্তা।

ম্যাচের ১৪ ও ৫৮ মিনিটে গোল দুটি করেন লুইস সুয়ারেজ। আর ৮০ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন ডিয়েগো কস্তা। এই জয়ের ফলে ১২ ম্যাচে ২৯ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে উঠে আসলো অ্যাতলেটিকো মাদ্রিদ। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও সোসিয়েদাদের পয়েন্ট ২৬। কিন্তু সোসিয়েদাদ অ্যাতলেটিকোর চেয়ে ২ ম্যাচ এবং রিয়াল ১ ম্যাচ বেশি খেলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ