Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে গৃহবধূকে গণধর্ষণ গ্রেফতার তিন

টঙ্গী সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

টঙ্গী থেকে কৌশলে এক গৃহবধূকে অপহরণের পর পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানা পুলিশ গত শুক্রবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক সৈয়দ রায়হান হোসেন ওরফে সাদ্দাম, মো. আব্দুর রহমান ও মো. জসিমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের গতকাল দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ধর্ষণের ভিডিও ধারণকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূ টঙ্গী দত্তপাড়া আলম মার্কেট এলাকায় স্বামী মো. মিলনকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। গত ১০ ডিসেম্বর তুচ্ছ ঘটনা নিয়ে ওই গৃহবধূকে তার স্বামী তালাক দেয়ার হুমকি দেয়। পরে বিষয়টি মীমাংসা করে দেয়ার কথা বলে মিলনের বন্ধু রায়হান পরের দিন দত্তপাড়া রিয়া গার্মেন্টসের মোড়ে ডেকে নেয়। সেখান থেকে কৌশলে একটি সিএনজিতে উঠিয়ে রায়হান ঢাকার নতুন বাজার বাঁশতলা এলাকায় ভাড়াকৃত বাসার একটি রুমে আটক রেখে পালাক্রমে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। এছাড়া ধর্ষণের ঘটনা ফাঁস করলে গৃহবধূর অশ্লীল ভিডিও ফেসবুকে ভাইরাল করে দেয়ার হুমকি দেয়। পরে ওই গৃহবধূকে একটি সিএনজি করে টঙ্গীতে পাঠিয়ে দেন। এরপর গৃহবধূ গত শুক্রবার টঙ্গী পূর্ব থানায় অপহরণের পর গণধর্ষণের একটি মামলা দায়ের করেন। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তিন ধর্ষককে গ্রেফতার করে।
টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা একটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণধর্ষণ

১৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ