Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎকে প্রাইভেট পণ্য মনে করার সময় এখনো আসেনি

ভার্চুয়াল সেমিনারে তৌফিক ই ইলাহী চৌধুরী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

বিদ্যুৎকে প্রাইভেট পণ্য মনে করার সময় এখনও আসেনি। জ্বালানির দাম বাড়লেই বিদ্যুতের দাম বাড়ানো প্রধানমন্ত্রী সমর্থন করেন না। যে কারণে অল্প অল্প করে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী।
গতকাল শনিবার ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত বিজয়ের ৫০ বছর ও বিদ্যুৎ খাতের অগ্রযাত্রা’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে তিনি এ কথা বলেন।

তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, বিদ্যুতের সিস্টেম লস অনেক বেশি থাকায় ১৯৯৬ সালে দাতারা বলে দিল তোমাদের টাকা দেওয়া হবে না। তখন আমরা আইপিপিতে গেলাম। খুলনা, হরিপুরে বার্জে করে পাওয়ার প্লান্ট এনে স্থাপন করা হলো। এরপর ক্যাপটিভ পাওয়ার পলিসি করা হলো। যদি ক্যাপটিভ তার উদ্ধৃত্ত বিক্রি করতে চায় তার ব্যবস্থা করা হলো। এভাবে বিভিন্ন পদক্ষেপ নিয়ে পরিস্থিতি পরিবর্তন করা হয়। তখন কিন্তু সরকারের মধ্যেও দ্বিধাদ্ব›দ্ব ছিল। প্রধানমন্ত্রী তখন সাহসী সিদ্ধান্ত দিয়েছেন। ২০০৯ সালে দেখলাম বিশ্বব্যাংকের ফরমুলায় করা পাবলিক প্রকিউরমেন্ট আইনে দ্রুত কাজ করা সম্ভব না। ফিলিপাইন তখন একটি নির্বাহী আদেশে কাজ করছিল। তখন আমরা বিশেষ আইন করলাম, অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি অনেক, বিরোধীদল কিংবা মিডিয়াকে খুশি করা না, সাধারণ মানুষকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। আমেরিকায় অর্জন হলে প্রেসিডেন্টের কথা আসে। বাংলাদেশে প্রথম আসে নেতৃত্বের কথা। ভবিষ্যতে এনার্জি এফিশিয়েন্সির দিকে যেতে হবে। কিভাবে ভবন এনার্জি সাশ্রয়ী করা যায় সেদিকে যেতে হবে।

লিকুইড ফুয়েল থেকে কিছুটা বের হয়ে আসবো। ইন্ট্রিগেটেড সিস্টেমের দিকে যাচ্ছি, এখানে কিছুটা ঝুঁকিও রয়েছে। যেমন রাশিয়া বসে ইউক্রেনের পাওয়ার সিস্টেম ড্যামেজ করে দিয়েছে। আমরা যদি অনুকরণ করি তাহলে পিছিয়ে থাকবো, আর যদি নিজেরা উদ্ভাবনী মেধা প্রয়োগ করি তাহলে এগিয়ে থাকবো।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যুৎ বিভাগের উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেল’র মহাপরিচালক মোহাম্মদ হোসেন। তিনি বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ১৯৭৭ সালে হয়েছে বলে অনেকে মিস কোর্ড করে। বঙ্গবন্ধু ১৯৭২ সালে প্রকৌশলীদের সমাবেশে এই সংস্থার বিষয়ে বক্তব্য দেন। তার ধারাবাহিকতায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড স্থাপিত হয়। তিনি বলেন, আমরা শুধু বিদ্যুতের উৎপাদন বাড়াইনি, আমরা এখন সিস্টেম লস সিঙ্গেল ডিজিটে এনেছি। বিদ্যুৎ খাতে একটি দক্ষ টিম কাজ করছে। যার ফলে আজকে ৩ কোটি ৮৯ লাখ গ্রাহকে সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। ২০০৯ সালে ছিল মাত্র ১ কোটি ৮ লাখ সংযোগ। ২০০৯ সালে ২৭টি বিদ্যুৎ কেন্দ্র ৪৯৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল, এখন ১৪০টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২৩ হাজার ৭৭৭ মেগাওয়াট। প্রধানমন্ত্রী সর্বত্র একই মূল্যে বিদ্যুৎ বিতরণ করার নির্দেশ দিয়েছেন, এটি যুগান্তকারী পদক্ষেপ।
বিপপার সভাপতি ইমরান করিম বলেন, ১০/১২ বছর আগে যেমন বিদ্যুৎ খাত দেখেছি। আজকের সঙ্গে কোনো তুলনাই চলে না। ২০০৯ সালে এটি চিন্তাও করা যায়নি। প্রাইভেট সেক্টরকে এই খাতে যুক্ত করার সিদ্ধান্ত ছিল যুগপোযোগী। আরেকটি ভালো বিষয় ছিল ফুয়েল মিক্স। ওই সময়ে অনেক এজেন্সি এটিকে ভালোভাবে নেয়নি। কিন্তু তাদের শঙ্কা অসার প্রমাণিত হয়েছে।

সিআরআই পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ২০০১ সাল পর্যন্ত আইপিপিতে বাংলাদেশ মডেল হিসেবে পরিচিত হয়েছিল। বিদ্যুৎ খাতের ধারাবাহিকতা ছিল না, ছন্দপতন হয়েছে। আবার নতুন করে শুরু করতে হয়েছে। কিছু ভুলভ্রান্তি হয়েছে। সঞ্চালন ও বিতরণে বড় বিনিয়োগ করতে না পারলে মানসম্মত বিদ্যুৎ নিশ্চিত করা কঠিন। বিদ্যুতের দাম দ্রুত বেড়েছে। এইভাবে বিদ্যুতের দাম বাড়লে ভালো হবে না। এফইআরবি চেয়ারম্যান অরুণ কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইডি শামীম জাহাঙ্গীর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎ

১৯ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ