Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা প্রতিরোধে সিডনির বিভিন্ন এলাকায় লকডাউন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২০, ৯:০৬ পিএম

অষ্ট্রেলিয়ার সবচেয়ে জনবসতিপূর্ণ নগরী সিডনির বিভিন্ন এলাকায় শনিবার থেকে শুরু হতে যাচ্ছে নতুন করে লকডাউন। ক্রিসমাসের সময়ে করোনাভাইরাস সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ার গতি থামাতে এ উদ্যোগ যথেষ্ট বলে মনে করছেন কর্মকর্তারা। নগরীর উত্তরাঞ্চলে সৈকত এলাকার নর্দান বিচে গুচ্ছ সংক্রমণ সংখ্যা ৩৮ হওয়ায় বাসিন্দাদের শনিবার বিকেল থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। –রয়টার্স, দ্য গার্ডিয়ান, সিডনি মর্নিং হেরাল্ড
নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনি । নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান বলেছেন, এ পদক্ষেপের কারণে ভাইরাসের তীব্র সংক্রমণ ঠেকাতে আমরা যথেষ্ট সময় পাবো। এর ফলে ক্রিসমাস ও নতুন বছরের এ সময়ে আমরা শিথিল থাকতে পারবো। শহরটির কয়েকটি এলাকায় শনিবার বিকেল ৫টা থেকে হাজার হাজার লোককে ঘরে অবস্থান করতে হবে। বিচ, পাব ও হোটেলসমূহ বন্ধ থাকবে। এদিকে সিডনিতে মাস্ক পরা বাধ্যতামূলক নয়। কিন্তু নর্দান বিচের বাসিন্দাদের সারাক্ষণ মাস্ক পরতে বলা হয়েছে। এমনকি ঘরে থাকলেও। অষ্ট্রেলিয়ায় এ পর্যন্ত কোভিড ১৯ রোগী শনাক্ত হয়েছে ২৮ হাজারেরও বেশি ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ